তৃতীয় দফায় : অস্ত্রবিরতিতে সম্মত হলো আর্মেনিয়া-আজারবাইজান

(তৃতীয় দফায় : অস্ত্রবিরতিতে সম্মত হলো আর্মেনিয়া-আজারবাইজান)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মানবিকতার খাতিরে তৃতীয়দফা অস্ত্রবিরতিতে সম্মত হলো আর্মেনিয়া-আজারবাইজান। গতকাল রবিবার (২৫ অক্টোবর) যৌথ বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে বিবদমান পক্ষগুলো এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে কার্যকর হবে অস্ত্রবিরতি। এরফলে বিতর্কিত পার্বত্য এলাকায় সংঘাতে জড়ানো থেকে বিরত থাকবে প্রতিবেশী দেশগুলো।

গত শনিবার (২৪ অক্টোবর) থেকেই দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দফায়-দফায় সমঝোতা আলোচনায় বসছিলেন, মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্টিফেন বেইগান।

তিনি জানান, নাগোরনো-কারাবাখ অঞ্চলের দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধানের লক্ষ্যে আগামী (২৯ অক্টোবর) থেকে শুরু হবে আবারও আলোচনা।

এর আগেও, দু’দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করে দেশ দুটি। মাসব্যাপী চলমান এ সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজারের বেশী মানুষ। তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.