তৃণমূল সংগঠনে ব্যাপক রদবদল, নজরে ২০২১ শের নির্বাচন 

কলকাতার প্রতিনিধি: তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল করা হল ৷ আগামী নির্বাচনের কথা মাথায় রেখেই এই রদবদল এমনটাই ভাবা হচ্ছে ৷ যে জেলাগুলিতে গত লোকসভা নির্বাচনে ফল খারাপ হয়েছিল, সেই জেলাগুলিতে বেশি করে রদবদল চোখে পড়েছে ৷
হাওড়া শহর, পুরুলিয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়ার মতো কয়েকটি জেলায় সভাপতি বদল করা হয়েছে৷ অরূপ রায়ের জায়গায় হাওড়া শহরাঞ্চলের তৃণমূলের জেলা সভাপতি করা হয়েছে লক্ষ্মীরতন শুক্লাকে৷ সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অরূপ রায়, কো- অর্ডিনেটর করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ৷
নদিয়ায় জেলা সভাপতি করা হয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷ কোচবিহারের জেলা সভাপতি হয়েছেন পার্থপ্রতিম রায় ৷ বাঁকুড়ার নতুন জেলা সভাপতি হয়েছেন শ্যামল সাঁতরা, ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে দুলাল মুর্মুকে ৷
পুরুলিয়ার নতুন জেলা সভাপতি হয়েছেন গুরুপদ টুডু৷ অর্পিতা ঘোষের জায়গায় দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে গৌতম দাসকে ৷ বেশ কয়েকটি জেলায় সভাপতি বদল করা হয়েছে ৷ সভাপতি পদ থেকে সরানো হয়েছে অরূপ রায়, অর্পিতা ঘোষদের ৷ দলের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ছত্রধর মাহাত, রাজীব বন্দ্যোপাধ্যায় ৷
এ ছাড়াও থাকছে সাত সদস্যের স্টিয়ারিং কমিটি ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে ৷

এর পাশাপাশি ২০২১ সালের নির্বাচনকে সামনে রেখে সাত সদস্যের একটি স্টিয়ারিং কমিটি তৈরি করা হয়েছে ৷ সেই কমিটিতে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শান্তা ছেত্রী ৷ দলের নতুন রাজ্য কমিটিতে সবথেকে বড় চমক জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাত ৷

এছাড়াও রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সুকুমার হাঁসদা, প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কয়েকজন নতুন মুখ ৷ জেলা নেতৃত্বের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কো- অর্ডিনেটরের পদ তৈরি করা হয়েছে৷ এ দিনের বৈঠকে জেলা পর্যবেক্ষকদের পদ তুলে দেওয়া হয়েছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.