তুরস্ক’র কাছে সাবমেরিন বিক্রি জার্মানি’র, উদ্বেগ গ্রিসের

(তুরস্ক’র কাছে সাবমেরিন বিক্রি জার্মানি’র, উদ্বেগ গ্রিসের–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কাছে জার্মানির সাবমেরিন বিক্রি করায় উদ্বেগ প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিচোতাকিস।
ইউরোপীয় ইউনিয়নের ২০২১-এর অনলাইন সভায় গ্রিসের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যেখানে লকহেড মার্টিন কর্প এফ৩৫ যুদ্ধবিমান বাতিল করেছে, রাশিয়া এস-৪০০ মিসাইল তুরস্ককে দিচ্ছে না। অথচ জার্মানি তুরস্ককে আক্রমণাত্মক সাবমেরিন তুলে দেওয়াটা গ্রিসের জন্য বিপজ্জনক।

সাবমেরিন রফতানীর মাধ্যমে জার্মান যে গ্রিসের পুরনো শত্রুদের অন্যতম বন্ধু রাষ্ট্র তা আবারো প্রমাণ হলো বলে মন্তব্য করেন গ্রিসের প্রধানমন্ত্রী।

তিনি তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.