তিস্তায় জেলের হাতে ধরাপড়ল ৭২ কেজি ওজনের বাঘাইড়

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর বন্যার পানিতে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ। যা স্থানীয় বাজারে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর চরাঞ্চল থেকে মাছটি শিকার করেন কৃষক মোহসিন আলী। তিনি ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভারতের সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ অংশে বন্যা দেখা দেয়। বুধবার রাতে তিস্তা পাড় বন্যায় প্লাবিত হয়।
পরদিন সকাল হতেই বন্যার পানি নেমে যায়। ডুবে থাকা চরাঞ্চলের ছোট ছোট খাল গর্তে আটকা পড়ে বেশ কিছু মাছ। স্থানীয়রা এসব মাছ ধরে বাজারে বিক্রি করেন।
উত্তর ডাউয়াবাড়ি চরের কৃষক মোহসিন আলীর জমির গর্তে এমনই এক বাঘাইড় মাছ আটকা পড়ে। বাড়ির সবাই মিলে মাছটি ধরে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ডাউয়াবাড়ি বাজারের লোকজন সম্মিলিতভাবে মাছটি ৭০ হাজার টাকায় কিনে নেন। মাছটি দেখতে হাজারো জনতা ভিড় জমায় ডাউয়াবাড়ি বাজারে।
এভাবেই চরাঞ্চলের বাজারগুলোতে শোভা পাচ্ছে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ। অনেকেই জীবনের প্রথম এত বড় মাছ দেখে অভিভূত।
কৃষক মোহসিন আলী জানান, জীবনে প্রথম এত বড় মাছ ধরতে পেরে বেশ আনন্দই লাগছে। নদীপাড়ে বসবাস করলেও এত বড় মাছ ধরার সৌভাগ্য হয়নি। পানি কমে গেলে মাছটি গর্তের সামান্য পানিতে আটকা পড়ে। সবাই মিলে ধরেছি। ওজন ৭২ কেজি। স্থানীয়দের কাছেই ৭০ হাজার টাকায় বিক্রি করেছি।
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সচিব আজহারুল ইসলাম আতিক বলেন, ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে শুনে ডাউয়াবাড়ি বাজারে হাজারো মানুষ ভিড় করছে। স্থানীয়রা মাছটি ৭০ হাজার টাকায় কিনে নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.