জামালপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসূচীর আয়োজন করে।
আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক। মিথ্যা মামলা আর অপপ্রচারের মাধ্যমে তাকে দেশ থেকে নির্বাসনে রাখা হয়েছিলো। কিন্তু দেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ তাকে দূরে সরিয়ে রাখতে পারেনি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান বক্তারা। পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #















