তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ‘রোগী কল্যাণ সমিতি’র উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বতিরণ করা হয়েছে।

আজ রবিবার (৩ মে) ২০২০ ইং দুপুরে তানোর উপজলো স্বাস্থ্য কেন্দ্রেরর রোগীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধদিপ্তরের কার্যক্রমের অংশ হিসেবেই হাসপাতালে এ উদ্যোগটি গ্রহণ করে রোগী কল্যাণ সমিতি।

সেই সময় তারা হাসপাতালে রোগীদের সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী যেমন, স্যাভলন সাবান, হুইল সাবান, সার্ফ-এক্সল, ফেসিয়াল বক্স টিস্যু, হরলিক্স, ডানো দুধ, সিভিট, লেক্সাস বিস্কিট, টুথ ব্রাশ ও টুথ পেস্ট সম্বলতি উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় দুরত্ব বজায় রেখে উপস্থতি ছিলেন, তানোর উপজলো পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) রোজী আরা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিসংখ্যানবিদ মোহাম্মদ মোতাহার আলী প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.