ঢাকা টেস্টে সমতা ফেরাতে নামবে টাইগাররা

বিটিসি স্পোর্টস ডেস্ক: সমতায় ফেরার লক্ষ্য নিয়ে সিরিজের শেষ টেস্টে আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
চট্টগ্রাম টেস্টে চার দিন আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত জিততে পারেনি টাইগাররা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর তার পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ। এই ম্যাচে অবধারিতভাবেই স্কোয়াডে আসছে পরিবর্তন। ইনজুরি আক্রান্ত সাকিবের জায়গার ডাক পেয়েছেন সৌম্য সরকার। এ ছাড়া শঙ্কা রয়েছে সাদমান ইসলামের খেলা নিয়ে। ম্যাচের আগে
আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকেই অনুশীলন করে টাইগাররা।

অন্যদিকে, সিরিজে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা। ঢাকার উইকেট বিবেচনায় দল সাজাবে ক্যারিবিয়ানরা। উইনিং কম্বিনেশন ধরে রাখার ইঙ্গিত আছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.