ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা।
আজ সোমবার (১৯ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতীর পুংলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত অং‌শে যানজটের এ চিত্র দেখা গেছে।
ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহন চার লেনে চলাচল করলেও এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে যাচ্ছে। এছাড়াও সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ অংশে চার লেনের কাজ চলমান ও সড়কে খানাখন্দ থাকায় এর প্রভাব টাঙ্গাইল অংশে এসে পড়ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এতে করে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ‌লেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত বিটিসি নিউজকে জানান, আসন্ন ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে গা‌ড়ির চাপ বাড়‌ছে। এ‌তে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে। ত‌বে যানজট নিরস‌নে পু‌লিশ কাজ কর‌ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি মো, সেলিম রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.