ঢাকায় লেবানন ফুটবল দল

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের একই গ্রুপে বাংলাদেশ ও লেবানন। বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। আরেক ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লেবানন। তাদের পরের ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে ঢাকায় এসেছে লেবাননের ফুটবলাররা।
বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের সঙ্গে ম্যাচ খেলেই ভোররাতে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় লেবানন। সকাল সোয়া ৮টায় ঢাকায় পৌঁছায় তারা।
আন্তর্জাতিক নিয়মানুযায়ী ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯ থেকে ২১ নভেম্বর অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.