ড. জিনবোধি মহাথেরোর উপর ন্যাক্কাজনক হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আদিবাসী বৌদ্ধ সমাজের মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো: দেশের বরেণ্য শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত, একুশে পদকে ভূষিত, অধ্যাপক ড. জিনবোধি মহাথের কে কতিপয় বৌদ্ধ সমিতির ব্যক্তির জগণ্য হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আদিবাসী বৌদ্ধ সমাজ গতকাল ১৫ মার্চ বিকেলে নগরের চেরাগি মোরে এক মানবব্ধনের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশের আওতাধীন চট্টগ্রাম মহানগর ভিক্ষুসংঘের সভাপতি ও হিল চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি মহাথের।
এতে বক্তব্য রাখেন হামলার শিকার একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাথের। আরো বক্তব্য রাখেন ড. দীপংকর ভিক্ষু, ভদন্ত ষড়জ্যোতি ভিক্ষু, সংগঠনের কর্মকর্তা দীমান চাকমা, নিখীল চাকমা, উদয়ন চাকমা, মংশিপ্রু মার্মা, সুমন চাকমা, স্থপিত বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুশীল বড়ুয়া, সাংবাদিক সরোজ বড়ুয়া, আশীষ তালুকদার প্রমূখ।
বক্তারা ড. জিনবোধি মহাথেরোর উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তুমুলক শাস্তি এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.