ড্র করে ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাল ইতালি

বিটিসি স্পোর্টস ডেস্ক: বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় হতাশ-ক্ষুব্ধ দর্শকরা। কোয়ারেন্টিন নিয়ম ভাঙার অভিযোগ লাতিন আমেরিকার বাছাইপর্বের রোববার রাতের ম্যাচটি স্থগিত হয়ে যায়। এদিকে ইউরোপে পেনাল্টি মিস করে জয় হাত ছাড়া হয়ে গেছে ইতালির।
সুইজারল্যান্ডের বাসেলে রোববার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সুইসদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি।
কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রথম তিন ম্যাচে জয়ের পর এই নিয়ে টানা দুটি ড্র করল ইতালি।  গত সপ্তাহে বুলগেরিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল আজ্জুরিরা।
গতকালের ম্যাচে জয় না পেলেও ব্রাজিলের দারুণ এক কীর্তিতে ভাগ বসিয়েছে  ইতালিয়রা।  ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় শাপে ভর হয়েছে তাদের।
এ ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত রেকর্ডটি ছিল এককভাবে ব্রাজিলের।  ব্রাজিলের সেই রেকর্ড ছুঁয়েছে এবার ইতালি।
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল ব্রাজিল।
আগামী বুধবার ব্রাজিলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মানচিনির দলের।
সহজ প্রতিপক্ষ লিথুয়ানিয়ার বিপক্ষে হার এড়ালেই রেকর্ডটি নিজেদের করে নেবে ইতালি।
রোববার এমন রেকর্ডের দিনেও সমর্থকদের হতাশ করেছেন জর্জিনিয়ো।
দ্বিতীয়ার্ধের শুরুতে সুইসদের ডি-বক্সে দ্রুতগতিতে একা ঢুকে পড়েন দোমেনিকো বেরার্দি। গোল বাঁচাতে ছুটে এসে ফাউল করে বসেন সুইস ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নিশ্চিত গোল উপভোগের জন্য গোলপোস্টের দিকে চেয়ে গ্যালারির দর্শকরা। তখন দুর্বল এক স্পটকিক নিলেন জর্জিনিয়ো। তা অনায়াশে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমের।
এর আগে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন ইতালিয় ফরোয়ার্ডরা।
ম্যাচের প্রথম ২০ মিনিটে বল দখলে একচেটিয়া আধিপত্য করে লরেন্সো ইনসিনিয়ের নেওয়া শট ঠেকান সুইস গোলরক্ষক।
১৮তম মিনিটে ভীষণভাবে হতাশ করেন দোমেনিকো বেরার্দি। গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি সাস্সুয়োলো ফরোয়ার্ড।
ম্যাচের শেষ দিকে শাণিত আক্রমণে ইতালিয় শিবিরে কাঁপন ধরিয়ে দেয় সুইজারল্যান্ড। তবে জালের দেখা পায়নি তারা।
রেফারির শেষবাঁশিতে গোলশূন্য অবস্থায় খেলার সমাপ্তি ঘটে।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ইতালি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড।
পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বুলগেরিয়া। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে নর্দার্ন আয়ারল্যান্ড। লিথুয়ানিয়ার অর্জন শূন্য। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.