ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান দুর্ঘটনা, ক্রু-যাত্রী সবাই নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি বেসরকারি বিমান দুর্ঘটনায় ক্রু ও যাত্রীর সবাই প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পুয়ের্তোরিকান সঙ্গীত প্রযোজক জোসে অ্যাঞ্জেল হার্নান্দেজ রয়েছেন।
গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) লাস আমেরিকাস বিমান বন্দরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটির মালিক হেলিদোসা এ কথা জানিয়েছেন।
কোম্পানীর এক বিবৃতিতে বলা হয়, লাস আমেরিকাস বিমান বন্দরে তাদের একটি বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় হেলিদোসা দুঃখ প্রকাশ করেছেন। এ দুর্ঘটনায় বিমানটির ক্রু ও যাত্রীদের সকলে প্রাণ হারিয়েছেন।
হেলিদোসার বিবৃতিতে বলা হয়, এ বিমান দুর্ঘটনায় নিহত সাত যাত্রী ও দুই ক্রু সদস্যের মধ্যে সঙ্গীত প্রযোজক জোসে অ্যাঞ্জেল হার্নান্দেজ রয়েছেন। তিনি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্লো লা মুভির’ হয়ে কাজ করেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, নিহতদের মধ্যে হার্নান্দেজের পার্টনার ও তার পুত্র রয়েছেন।
খবরে আরও বলা হয়, ডোমিনিকান প্রজাতন্ত্রের কাছের একটি বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের উদ্দেশে উড্ডয়ন করছিল। উড্ডয়নের পর বিমানে ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটি বিধ্বস্ত হয়। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.