বিশ্বের শ্রেষ্ঠ সাত মসজিদের একটি কেরানীগঞ্জের ‘লাল মসজিদ’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম বিশ্বের অনন্য স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নান্দনিক নিদর্শন হিসেবে বিজয়ী হয়েছে কেরানীগঞ্জের লাল মসজিদ।
গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) রাতে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল-সালাম সম্মেলন হলে আয়োজিত এক রাজকীয় ঝমকালো অনুষ্ঠানে ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
‘আবদুল লতিফ ফৌজান আন্তর্জাতিক মসজিদ স্থাপত্য শিল্প’ বিষয়ক অ্যাওয়ার্ডে এবার গোটা মুসলিম বিশ্ব থেকে সাতটি মসজিদ স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হিসেবে নির্বাচিত হয়।
বাংলাদেশ ছাড়াও এই স্থাপত্য শিল্পে নির্বাচিত হয়েছে সৌদিআরব, মিশর, লেবানন, ইন্দোনেশিয়া, মালে ও তুরস্কের একটি মসজিদ।
লাল মসজিদ শ্রেষ্ঠ পুরস্কারে মনোনীত হওয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন অ্যাওয়ার্ড ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান এবং মদিনা রিজিওনের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.