ডেঙ্গু ঠেকাতে বাড়িঘর পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে বাড়িঘর পরিষ্কার রাখতে এবং পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩১ অক্টোবর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বৈঠকে ডেঙ্গু নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। ২০১৯ সালে ডেঙ্গু রোগী ছিল ১ লাখ।ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার মানুষ। এরমধ্যে ঢাকায় ২৩ হাজার, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০, সিলেটে ৫৩ জন। এ ছাড়া ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন।
আনোয়ারুল ইসলাম বলেন, সেজন্য মন্ত্রিপরিষদের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, তা হলো সবার বাড়িঘর যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, বিশেষ করে যেন পানি জমতে না পারে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে। বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিমানবন্দর এলাকায় পারলে সপ্তাহে প্রতিদিনই স্প্রে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.