BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিমের শাকশুকার বিটিসি রেসিপি

ডিমের শাকশুকার বিটিসি রেসিপি

বিটিসি রেসিপি ডেস্ক:

উপকরণ:

(০১). ডিম: ৪টি

(০২). ছোট কিউব করে কাটা পেঁয়াজ: আধা কাপ

(০৩). ছোট কিউব করে কাটা লাল ক্যাপসিকাম: আধা কাপ

(০৪). রসুনবাটা: আধা চা–চামচ

(০৫). কিউব করে কাটা পাকা টমেটো: ২৫০ গ্রাম

(০৬). টমেটোবাটা: ২ টেবিল চামচ

(০৭). মরিচগুঁড়া: ১ চা–চামচ (স্বাদমতো দিলে ভালো)

(০৮). জিরাগুঁড়া: ১ চা–চামচ

(০৯). পাপরিকা পাউডার: ১ চা–চামচ

(১১). চিনি: ১ চা–চামচ (স্বাদমতো দিলে ভালো)

(১২). লবণ: স্বাদমতো

(১৩). তেল: ২ টেবিল চামচ

(১৪). ধনেপাতা কুচি: সাজানোর জন্য

প্রণালি:

(০১). প্যানে তেল গরম করে প্রথমে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।

(০২). পেঁয়াজ নরম হয়ে এলে তাতে লাল ক্যাপসিকাম দিয়ে ভাজতে হবে।

(০৩). ক্যাপসিকাম নরম হয়ে কাটা টমেটো ও টমেটো পেস্ট দিয়ে রান্না করতে হবে।

(০৪). প্রয়োজনে অল্প পানি দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে।

(০৫). এরপর এতে মরিচ ও জিরাগুঁড়া, প্যাপরিকা পাউডার, রসুনবাটা, চিনি ও লবণ দিয়ে কম আঁচে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রান্না করতে হবে।

(০৬). নির্দিষ্ট সময় পর একটু চেখে দেখতে হবে ঝাল, লবণ, মিষ্টি ঠিক আছে কি না।

(০৭). তারপর এই থকথকে টমেটোর মিশ্রণের মাঝে ৪টি গর্ত করে এক একটা গর্তে এক একটা ডিম ভেঙে (ঠিক যেভাবে

(০৮). ডিম পোচ করা হয়, সেভাবে) দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট ১৫ রান্না করতে হবে।

(০৯). তরকারি হয়ে এলে ওপরে ধনেপাতাকুচি ছড়িয়ে গরম-গরম পরিবেশন করতে হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডিমের শাকশুকার বিটিসি রেসিপি শীতকালে আইসক্রিম খাওয়া কি বিপজ্জনক? কী বলছেন বিশেষজ্ঞরা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে শাটডাউন: ফুটপাতে খাবার বিক্রি করছেন সরকারি আইনজীবী! নিউইয়র্কে মেয়র নির্বাচন: একমাত্র মুসলিম প্রার্থী মামদানির বিশাল শোডাউন লুলা দা সিলভার দাবি: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ব্রাজিল বাণিজ্য চুক্তির ‘নিশ্চয়তা’ দিয়েছেন ভেনেজুয়েলার আরও কাছে মার্কিন যুদ্ধজাহাজ, উদ্দেশ্য কী? জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে : রাষ্ট্রপতি রাজশাহীতে চিকিৎসার নামে ‘প্রতারণা’ ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি দলীয় বিবেচনা নয়, যোগ্য-জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ