ডিমলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩-যুবক নিহত


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে নীলফামারীর জলঢাকা-ডিমলা সড়কের ডিমলা উপজেলার ঝুনাগাচাপানী ইউনিয়নের সুইচ গেট এলাকায় এঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার উপেন চন্দ্র রায়ের ছেলে রিংকু চন্দ্র রায় (২১) একই মহল্লার নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত চন্দ্র রায় (২১) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার প্রসনজিৎ রায় (২৫)।

জলঢাকা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ওই তিন যুবক সৈয়দপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেল যোগে তিস্তা ব্যারাজ এলাকায় যাচ্ছিলেন। বিকাল পাঁচটার দিকে জলঢাকা উপজেলা সীমানা পার হয়ে ডিমলা প্রবেশের সময় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সুইচ গেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কায় খায়।

এসময় স্থানীয় লোকজন তাদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষনা করে। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তৈয়ব বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসার আগেই ওই তিন যুবককে মৃত্যু হয়।

জলঢাকা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই তিন যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.