ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সাইফ

বিটিসি স্পোর্টস ডেস্কআজ শুক্রবার ঢাকা বিভাগের ব্যাটসম্যান সাইফ হাসান জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন, রংপুর বিভাগের বিপক্ষে মাইলফলক ছুঁয়েছেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২২০ রানে। ঢাকা ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে।

চলতি এনসিএলে প্রথম রাউন্ডে সেঞ্চুরির খাতা খুলেছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের হয়ে করা সেই শতককে টেনে নিয়েছিলেন দ্বিশতকে।

চট্টগ্রামে লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সংগ্রহের খাতায় ৫০০ পেরিয়ে গেছে ঢাকা। আগেরদিন সেঞ্চুরি তুলে ১২০ রানে রিটায়ার্ড হার্টে মাঠ ছাড়া সাইফ এদিন নেমে ব্যাট চালিয়েছেন আগেরদিনের ধারাবাহিকতাতেই। চা বিরতির পর তুলে নেন ডবল সেন্চুরি।

৩২৯ বলে ১৯টি চার ও ৪টি ছয়ের মার এসেছে ২০ বছর বয়সী ডানহাতি ওপেনারের ব্যট থেকে, শেষ পর্যন্ত ২২০ রানে অপরাজিত থাকেন সাইফ।

২০১৫ সালে প্রথম শ্রেণিতে অভিষেকের পর ক্যারিয়ারের ৩৫তম ম্যাচটি খেলতে নেমেছেন সাইফ। কদিন আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ এ-দলের ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস, পরে অফস্পিনে নিয়েছিলেন ২ উইকেট। সেই ফর্মটাই ধরে রাখলেন এনসিএলে।

ঢাকার ইনিংসের জবাব দিতে নেমে ২ উইকেটে ৭২ রান তুলে দিনশেষ করেছে রংপুর। ঢাকার চেয়ে এখনো ৪৮৫ রানে পিছিয়ে তারা। হাফসেঞ্চুরি (৫১) তুলে অপরাজিত আছেন ওপেনার লিটন দাস। ৮ রানে তার সঙ্গী নাঈম ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.