ঠাকুরগাঁওয়ের সুদার সরকার পেলেন শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২২” পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সুদাম সরকার।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ঢাকা থেকে প্রাপ্ত হয়ে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুদাম সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
সম্প্রতি ঢাকার পল্টন টাওয়ারস্থ ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে “আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন” এর পক্ষ থেকে করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বেশ কয়েকটি ব্যক্তি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকারও এ সম্মাননা প্রাপ্ত হন। ব্যক্তিগত সমস্যার কারনে ঢাকায় উপস্থিত হতে না পারায় জেলা প্রশাসকের কাছে সম্মাননাটি পাঠানো হয়।
সম্মাননা প্রাপ্তিতে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বন্ধুমহলসহ জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.