ট্রাফিক বিভাগে পুলিশের ‘সাইকেল’ বাহিনী গঠন

চট্টগ্রাম ব্যুরো: আজ শনিবার নগরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এ উদ্যোগের আওতায় ট্রাফিক পুলিশের ১০ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল নগরজুড়ে যানজট নিরসনে কাজ করবেন।

আজ সকালে নগরের টাইগারপাস এলাকায় এ দলের কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাযারী।

বিটিসি নিউজকে হারুনুর রশিদ হাযারী জানান সিএমপির ট্রাফিক বিভাগে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। যানজট নিরসনে প্রতিটি পয়েন্টে আমাদের যে পরিমাণ জনবল কাজ করে, তা দিয়ে যানজট নিরসন কষ্টসাধ্য হয়ে পড়ে। এ জন্যে ১০ সদস্যের একটি মোবাইল টিম গঠণ করেছি আমরা।

তিনি বলেন, মোবাইল টিমের সদস্যদের দায়িত্ব কোনো নির্দিষ্ট পয়েন্টে নির্ধারিত থাকবে না। যেখানে যানজট বেশি হবে সেখানেই তারা চলে যাবে। ওই পয়েন্টে দায়িত্বরত সদস্যদের সঙ্গে কাজ করে যানজট নিরসন করবে।

‘১০ সদস্যের এ টিমকে আপাতত বাইসাইকেল দেওয়া হয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। প্রাথমিকভাবে এ টিমের কার্যক্রম দেখে পরবর্তীতে হয়তো আমরা টিম বাড়াতে পারি।’– যোগ করেন হারুনুর রশিদ হাযারী।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.