টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় তাঁরা টেলিযোগাযোগখাতের অগ্রগতি ও রোহিঙ্গা ক‌্যাম্পে যোগাযোগের জন‌্য দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের মধ‌্যে টেলিযোগাযোগ সুবিধা সংক্রান্ত বিষয়া নিয়েও মতবিনিময় করেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে উল্লেখ করে করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আইটিইউ টেলিযোগাযোগখাতের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে আইটিইউর সদস‌্যপদ অর্জন এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূউপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ‌্যমে কৃষিভিত্তিক এ দেশেটি ডিজিটাল বিপ্লবের বীজ বপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রোপন করা সেই বীজকে তার ১৮ বছরের শাসনকালে মহীরূহে রূপান্তর করেছেন।’
রাষ্ট্রদূত ডিজিটাল সংযোগ বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষা প্রবর্তনে মোস্তাফা জব্বারের ভূমিকার প্রশংসা করেন। তিনি মন্ত্রীর ডিজিটাল প্রযুক্তিতে তাঁর অভিজ্ঞতার নানা বিষয় নিয়ে কথা বলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.