‘টেগর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

বিটিসি নিউজ ডেস্ক:  ক্ষুধা, দুর্নীতি, দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় ‘টেগর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার নয়াদিল্লির হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

কোলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি আশা মোহাম্মদ এ পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

পুরস্কারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেছে নেওয়ার কারণ হিসেবে এশিয়াটিক সোসাইটি কোলকাতা জানায়, শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ নিমূল এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অসামান্য ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে বিশ্ব শান্তির অবিসংবাদী নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলাও এ পুরস্কার পেয়েছিলেন। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য: নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে এ পুরস্কার দেওয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.