টেক্সাসে গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানালেন বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছয় সপ্তাহের বেশি গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে আইনটিতে। বাইডেন বলেছেন, এই আইন চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।
আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, নারীদের সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকার করেছেন বাইডেন। তিনি বলেন, এই আইন স্বাস্থ্যসেবা নিতে ইচ্ছুক নারীদের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টেক্সাসের নতুন আইনকে বাধা দিতে অস্বীকার করেছে। ডাক্তার এবং নারী অধিকার গোষ্ঠীগুলি এই আইনের তীব্র সমালোচনা করছে। নতুন আইনে বলা হয়েছে, ছয় সপ্তাহের বেশি বয়সী ভ্রুণের গর্ভপাত ঘটালে ডাক্তারের বিরুদ্ধে মামলা করতে পারবে যেকেউ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.