টেকনাফে কাভার্ডভ্যান থেকে ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) টেকনাফের নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে এসব ইয়াবা জব্দ ও পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য বিটিসি নিউজকে জানান।
আটক মো. আজমির আলী (৩১) যশোরের বেনাপোল ছোট আঁচড়া এলাকার মো. সোহারাবের ছেলে।
বিসিজি মিডিয়া অফিসার জানান, গোপন সংবাদে খবর আসে ইয়াবার একটি বড় চালান টেকনাফ অতিক্রম করার উদ্যোগ চলছে। এ সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১ লাক ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আজমিরকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, কাভার্ড ভ্যান এবং আটককৃত ইয়াবা পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.