টেকনাফে এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদের আটক করা হয়। এসময় ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
আটকরা হলেন: টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে রবিউল (২৭) ও একই ওয়ার্ডের কেরুনতলী এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (২২)।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম দুজনকে আটকের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে কৌশলে অবস্থান নেন টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাফিসহ সঙ্গীয় ফোর্স। দুজন যুবক অটোরিকশাযোগে যাওয়ার সময় তাদের থামানো হয়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
গুনে দেখা যায় এক লাখ ইয়াবা রয়েছে। পরে ইয়াবা ও অটোরিকশা জব্দ এবং ওই দুজনকে আটক করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা আব্দুল আলীম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.