টিএলপি’র সঙ্গে চুক্তি করতে বাধ্য হলো পাকিস্তান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। দলটির নেতা সাদ রিজভী অনেকদিন ধরেই আটকব আছেন।
তার মুক্তির দাবিতে গত ২২ অক্টোবর থেকে সহিংস বিক্ষোভ করছিল টিএলপি।
গতকাল রবিবার (৩১ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং ধর্মীয় নেতা মুফতি মুনিবুর রেহমান। রিজভীর সমর্থন পেয়েছেন মুনিবুর এমনটা জানা গেছে। তবে চুক্তির বিস্তারিত কোনো তথ্য দেননি তারা। মুনিবুর বলেছেন, চুক্তির বিস্তারিত ও ইতিবাচক ফলাফল আগামী এক সপ্তাহের মধ্যে জাতির সামনে আসবে।
ফরাসি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন চার্লি হেবদো দ্বারা নবী মুহাম্মদকে চিত্রিত করা ব্যঙ্গচিত্রের একটি সিরিজ প্রকাশের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিও করছে টিএলপি।
সম্প্রতি বিক্ষোভের মুখে টিএলপি’র ৩৫০ কর্মীকে মুক্তি দেয় পাকিস্তান সরকার। সহিংসতা এড়াতে টিএলপির নেতাদের সঙ্গে আলোচনায়ও বসে ইমরান খানের সরকার। ধারণা করা হচ্ছে, তাদের এই চুক্তির ফলে টিএলপির টানা ১০ দিনের আন্দোলনের অবসান ঘটবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.