টানা বৃষ্টিতে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্নসহ ৩০ পর্যটক আটকা পড়ে

বান্দরবান প্রতিনিধিকয়েকদিনের টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে থানচির জিন্না পাড়াসহ বিভিন্ন এলাকায় ৩০ জনেরও বেশি পর্যটক আটকা পড়েছে।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে যায়। সেই সঙ্গে  আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে পাহাড়ি ঢলে বান্দরবান-চট্টগ্রাম সড়ক প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুপাশে আটকা পড়ে ছোট বড় যানবাহন। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় ও পর্যটকরা।

এদিকে পাহাড়ি পথে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে রুমা ও থানচির বিভিন্ন পর্যটন স্পটগুলোয় যাতায়াত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.