টানা বৃষ্টিতে নাকাল নগরবাসী,ঈদের দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঈদের দিন (ভিডিও)

খুলনা ব্যুরো: টানা বৃষ্টিতে তলিয়ে গেলো খুলনার রাস্তাঘাট। হাঁটু পানিতে নাকাল নগরবাসী।নগরীর রাস্তাঘাট ও নিম্নাঞ্চল ডুবে গেছে। এসব এলাকার অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে।
ঈদের আগের দিন সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শান্তিধাম মোড়, রয়্যাল মোড় ও টুটপাড়া, হাজী মহসিন রোড, আহসান আহমেদ রোড, বিআইডিসি রোডের আলমনগর অংশে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে নৌকা চলাচলের উপযোগী হয়ে যায়। আষাঢ়ের এটি ছিল সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
এছাড়া দোলখোলা, শামসুর রহমান রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, মিস্ত্রী পাড়া, বিআইডিসি রোড, শেখপাড়া গোবরচাকা, সোনাডাঙ্গা আবাসিক, এম এ বারি লিংক সড়ক, শিপইয়ার্ড সড়ক, মোক্তার হোসেন সড়ক, মুজগুন্নি আবাসিক, নিরালা, গল্লামারি, খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে যায়। খালিশপুর হাউজিং পুরাতন ও নতুন কলোনির অপরিকল্পিত রাস্তা ও ড্রেনগুলো বছরের পর বছর সংস্কার ও পরিষ্কার না করায় পানি উপচে বাসিন্দাদের ঘরে প্রবেশ করে।
নগরবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান উন্নয়ন কাজের জন্য রাস্তাঘাট খুঁড়ে রাখা এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এ ভোগান্তি।
খুলনা সিটি কর্পোেরশনের প্রকৌশলীরা জানিয়েছেন, বর্ষার ভরা মৌসু‌মে বাঁধ দি‌য়ে ক্ষু‌দের খাল খন‌নের ফলে কো‌টি কো‌টি টাকা খরচ ক‌রে ড্রেন ও রাস্তা নির্মা‌ণের পরও তলিয়ে যাচ্ছে মুজগু‌ন্নি মহাসড়কসহ আবা‌সিক এলাকা।
আবহাওয়ার অফিস জানিয়েছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছু কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে।
বুধবার (২৮ জুন) সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বিটিসি নিউজকে বলেন, আজ সারাদিন বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।
দেশের বিভিন্ন স্থানেও আজ বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও পাঁচদিন চলতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।
আবহাওয়ার অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টার আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।
এ সময়ে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, আজ বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও ঢাকায় বৃষ্টিপাত হবে। দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে।
তিনি জানান, বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসে ঈদের দিন রাজশাহী বিভাগে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। যেমন আজ বুধবার সারাদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি হবে, যা আগামী ২৪ ঘণ্টা বহাল থাকবে।
আগামীকাল পবিত্র ঈদুল আজহার দিনে খুলনাসহ সারাদেশেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।
আজ বুধবার (২৮ জুন) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
গতকাল মঙ্গলবার জানানো হয়েছিল, আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বুধবার ভোররাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরছে। এতে ঈদযাত্রা এবং কোবরানির হাটে নেমে এসেছে দুর্ভোগ। ঈদের দিনের বৃষ্টিপাত দুর্ভোগ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আবহায়াবিদ মো. বজলুর রশিদ বিটিসি নিউজকে জানান, ভারতের ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মাইজদীকোর্টে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.