টানা বর্ষনের জেরে নবদ্বীপে গঙ্গা নদীর জলসফীত বেড়ে, জলমগ্ন একাধিক এলাকা। ঘর ছাড়া অনেকে (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: টানা বর্ষনের জেরে নবদ্বীপে গঙ্গা নদীর জলসফীত বেড়ে, জলমগ্ন একাধিক এলাকা। ঘর ছাড়া অনেকে। নেই পানীয় জলের ব্যবস্থা, খোজ নিতে আসেনি কেউ! ক্ষোভে ফুশছে এলাকা বাসী।
বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদীর জল। জল ঢুকে পড়েছে নবদ্বীপ ব্লকের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারগিল কলোনি সংলগ্ন বাস্তব নগর এলাকায়। প্রায় ১৫০ টি পরিবার এখন জলের তলায়।
এলাকায় জল ঢুকে পড়ায় জলবন্দি হয়েছে প্রায় পাঁচ শতাধিকেরও বেশী মানুষ। তারা এখন কোন রকমে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এখন অব্দি প্রশাসনিক মহল থেকে তাঁদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।
তারা আরও বলে প্রতি বছর এই সময়ে এমনি দূর্ভগের শীকার হন তারা, পাশাপাশি মেলেনা কোন সরকারি সাহায্য। গত ২ বছর আগে একবার বিডিও অফিসের লোকজন এসে ৮/ ১০ টি ত্রিপল দিয়ে চলে যায়, আর খোঁজ নিতে আসেনি কেউ। নেই যাতায়াতের ব্যবস্থা, নেই পানীয় জল। এমনি দূর্দশায় কাটাতে হচ্ছে তাদের।
প্রশাসনের কি নজর পড়বে তাদের ওপর, তারা কি এই দূর্দশা কাটিয়ে উঠতে পারবে? এটাই এখন সময়ে অপেক্ষা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.