টাঙ্গাইলে র্যাবের অভিযানে সরকারি চাল, চোলাই মদ-গাঁজাসহ আটক-৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে র্যাবের পৃথক দুটি অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল সহ একজন এবং ৯৮ লিটার দেশীয় চোলাই মদ ও ১০ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছে।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২ ,সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন- এর নেতৃত্বে টাঙ্গাইল সদর থানার কান্দাপাড়া এবং  রাবনা বাইপাসে অভিযান পরিচালিত হয়।
রাবনা বাইপাস থেকে শংকর রবিদাস (৫০) এবং সুশান্ত রবি দাস (২৭) কে ৯৮ লিটার চোলাই মদ, একটি মোবাইল, একটি সিম কার্ড এবং নগদ ১০১০ টাকাসহ আটক করা হয়।
এছাড়া শহরের কান্দাপাড়া থেকে মোঃ রুবেল (৩২) এবং মোহাম্মদ সুমন মিয়া(২২) কে দশ কেজি গাঁজা, দুইটি মোবাইল ,দুইটি সিম কার্ড এবং নগদ ১০১০ টাকা সহ গ্রেফতার করে রাব।
অপরদিকে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পৃথক আরেকটি অভিযানে টাঙ্গাইল সদর থানার পোড়াবাড়ি বাজার এলাকা থেকে সরকারি সহায়তার খাদ্যবান্ধব কর্মসূচির  ১০ বস্তা চাল সহ মোহাম্মদ মুকুল মন্ডল (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করে রাব।
ধৃত আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.