টাঙ্গাইলে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) টাঙ্গাইলে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলির সভাপতিত্বে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন নান্নু বলেন- ১৮ কোটি মানুষের দেশে এই ভোটারবিহীন সরকার শুধু বিএনপির জন্যই সমস্যা না। বরং ১৮কোটি মানুষের জন্যই সমস্যা। দেশের মানুষকে বাঁচাতে হলে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।
প্রধান বক্তা আব্দুল মোনায়েম মুন্না তার বক্তব্যে বলেন- দেশের এই ক্রান্তিকালে যুবদলের নেতা- কর্মীদের সমস্ত বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকতে হবে।
যুব সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো  বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভি পি মনির,জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান টিটন,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি সাহেদ,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ শাফি ইথেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভি পি,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মীর সজীব,জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ,জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন,জেলা মৎসজীবী দলের সদস্য সচিব মোস্তফা প্রমুখ সহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে আগত অতিথিদের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে টাঙ্গাইলে শহরে অভ্যর্থনা জানান যুবদলের নেতা- কর্মীরা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হলে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশে যোগ দেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.