টাঙ্গাইলে মাটি ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের আশেকপুরে সেপটিক ট্যাঙ্কির কূপ খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের আশেকপুর ইন্দারা পাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাশাইল উপজেলার কাশিল পাল পাড়া এলাকার অনাথ পালের ছেলে নিধন পাল (৩০) এবং ঝন্টু পালের ছেলে আনন্দপাল (৩৫)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বিটিসি নিউজকে বলেন- আশেকপুরে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মাটি চাপা পড়ে ওই দু’জন নিহত হয়েছেন।
টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) শামীম হোসেন বিষয়টির সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে তিনি জানান- সকালে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কির জন্য মাটি খননের কাজ করছিলেন ওই দুজন।
কুপের জন্য ১০ ফুট খনন করা হলে মাটি চাপা পড়ে তারা নিহত হন। পরে ফায়ার সার্ভিস গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
ওসি শামীম আরো বলেন- মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.