টাঙ্গাইলে ট্রাক চালককে পুলিশের মারধর, এসআই সাময়িক বরখাস্ত

 

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার সকালে টাঙ্গাইলে ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের ঘটনায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন যানবাহন শ্রমিকরা। পরে অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করার পরিপ্রেক্ষিতে প্রায় ৪ ঘন্টা পর সকাল সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আজ ১০ নভেম্বর সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে এ ঘটনার সূত্রপাত হয়।

শ্রমিকরা অভিযোগ করে বিটিসি নিউজকে বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করেন। এ সময় ওই ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমণ্ডলে আঘাত করেন এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা সকাল ৭টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের ওপর এলোপাথাড়িভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

ফলে সেতু পূর্বপাড়ে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.