BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) চেয়ারপারসন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এতিম, মাদ্রাসা শিক্ষার্থী ও উপস্থিত মুসুল্লিদের সাথে নিয়ে দোয়া মাহফিল করেছেন বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আজ (শুক্রবার) বাদ জুম্মা টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়া দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন লড়াই- সংগ্রাম করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান- এটাই আমাদের প্রার্থনা।

তিনি আরো বলেন, সংকটময় সময়ে দোয়া দরুদ মানুষের সবচেয়ে বড় শক্তি। আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ