টাঙ্গাইলের মধুপুরে মামাকে হত্যাকারী দুই ভাগিনা আটক

 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চাঞ্চল্যকর আপন ভাগিনা কর্তৃক মামা আব্দুল জলিল (৪৫ )হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামি ভাগিনা সিহাদ মিয়া ও নোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি- ৩ টাঙ্গাইল।
গোপন সংবাদের ভিত্তিতে ‍র‌্যাব- ১৪, সিপিসি -৩ টাঙ্গাইলের একটি আভিযানিক দল আজ বুধবার (২৬ এপ্রিল) ভোররাত আনুমানিক তিনটার দিকে কালিহাতী উপজেলার কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল জলিল হত্যা মামলার আসামি মধুপুর উপজেলার সোলাকুড়ি গ্রামের সাখাওয়াত হোসেনের দুই ছেলে সিহাদ মিয়া (২৩)ও নোমানকে (২৫) আটক করতে সক্ষম হয় র‌্যাব।
উল্লেখ্য, ধৃত আসামি সিহাদ মিয়ার সাথে কিছুদিন আগে ক্যারাম খেলা নিয়ে দুই ব্যক্তির ঝগড়া হয়। মামা আব্দুল জলিল উক্ত ঝগড়াঝাটির বিচার সালিশ করে দেন। কিন্তু বিচারে অসন্তুষ্ট হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ অন্যান্যরা মিলে গত ১৫ এপ্রিল আব্দুল জলিলকে ছুরিকাঘাতে হত্যা করে।
হত্যাকান্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিল। পরে নিহতের ছোট ভাই মোঃ খলিলুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.