টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের

বিটিসি স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ব্যাটার জাকের আলি অনিকের।
২০২২ সাল থেকে টি-টোয়েন্টিতে কোন দ্বিপক্ষীয় সিরিজে হারেনি বাংলাদেশ। এ সময় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে টাইগাররা। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য শান্তর দলের।
টি-টোয়েন্টিতে মোট ১৩ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে ৯টিতে জয় পেয়েছে লঙ্কানরা। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাতিরানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.