চট্টগ্রামে এস আলম সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে এস আলম রিফাইনড সুগার মিলে আগুন লাগার ঘটনা ঘটছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার এই সুগার মিলে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বিটিসি নিউজকে বলেন, ‘এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.