জয়ের মিশনে নামবে রিয়াল মাদ্রিদ

বিটিসি স্পোর্টস ডেস্ক: লা-লিগায় জয়ে ফেরার মিশনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেজ। জয় পেলে টেবিলের তিন নম্বরে উঠে আসার হাতছানি মাদ্রিদিস্তানদের। আর লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইর প্রতিপক্ষ বোর্দু। দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
লিগে সময়টা ভালো না কাটলেও, ইউসিএল মঞ্চে চেনা ছন্দেই রয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় দিয়ে রয়েছে টেবিলে ২ নম্বরে। তবে ২ সপ্তাহ আগে ভেলেন্সিয়ার মতো দলের বিপক্ষে ৪-১ গোলে হারের ক্ষত রয়েছে লস ব্লাঙ্কোদের।

পয়েন্ট টেবিলের তলানির দল আলাভেজকে ঘরের মাঠে আমন্ত্রণ জানানোর পূর্বে কিছুটা স্বস্তিতে থাকতে পারেন কোচ জিনেদিন জিদান। দলটার বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১৮ ম্যাচে ১৫টি জয় মাদ্রিদিস্তানদের। বিপরীতে মাত্র ২ বার জয় পেয়েছে সফরকারীরা।

ইতালিয়ান গুরু বিপাকে পড়তে পারেন একাদশ সাজাতে গিয়ে। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সার্জিও র‌্যামোসের সার্ভিস মিস করবে দল। ফেদেরিকো ভালভার্দে, লুকা জভিক, এডার মিলিতাও’য়ের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। ফরোয়ার্ড লাইনে দুশ্চিন্তা আরও বাড়তে পারে করিম বেনজেমা শেষ পর্যন্ত ফিট না হলে।

ক্যাসেমিরো, রদ্রিগো, অ্যাসেনসিওরা ফিরছেন একাদশে। মারিনো দিয়াজ স্থান ফিরে পেতে পারেন দলে। হ্যাজার্ড, ম্যারিয়ানো, ক্রুসদের ওপর ভরসা রাখতে হবে ইতালিয়ান গুরুকে। পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা সব দিক থেকে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এখন দেখার পালা ঘরের মাঠে নিজেদের চেনা ছন্দ ধরে রেখে কতটা বড় জয় নিয়ে টেবিলে এগিয়ে যায়।

অন্যদিকে, লিগ ওয়ান পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার মিশনে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই। প্রতিপক্ষ অখ্যাত বর্ডাক্স। পরিসংখ্যান স্বাগতিকদের পক্ষে কথা বললেও একেবারে খারাপ নয় সফরকারীদের অভিজ্ঞতা।

এখন পর্যন্ত ৪৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ২৩টি জয়ের বিপরীতে ১৫টি জয় রয়েছে বর্ডাক্সের। আর ১০ ম্যাচে ফল দেখেনি কোনও দলই।

থমাস টাচেল দল সাজাতে দিয়ালোসকে পাবেন না। মোনাকোর বিপক্ষে লাল কার্ড বিড়ম্বনায় থাকতে পারছেন তিনি। মার্কুইনোসকে রাখা হয়েছে বিশ্রামে। তবে দলে ফিরছেন প্রেসনেল কিমপেম্বে।

তা ছাড়া এমবাপ্পে, কেইন, সারাবিরা থাকছেন একাদশে। তবে একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে ইকার্দি, ড্রেক্সলারদের। সেই সঙ্গে শঙ্কা রয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে। তাই দেখার পালা ঘরের মাঠে কতটা বড় ব্যবধানে জয় নিয়ে টেবিলের লিডটা বাড়িয়ে নেয় থমাস টাচেল শিষ্যরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.