ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: বৃষ্টি আইনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পাঁচ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপরা।
টস হেরে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচার ও ব্র্যান্ডন কিংয়ের ব্যাটে ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ রান করা ফ্লেচারকে দলীয় ৫৮ রানে আউট করে উদ্বোধনী জুটি ভাঙ্গেন লকি ফার্গুসন।
এরপর ৫৮ থেকে ৫৯ রান তুলতেই ৫টি উইকেট হারায় সফরকারীরা। তাসের ঘরের মতো হঠাৎই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তবে ৩৭ বলে ৭৫ রানের মারকুটে ইনিংস খেলে দলকে উদ্ধার করেন কাইরন পোলার্ড। ১৬ ওভারে স্কোর বোর্ডে ক্যারিবিয়ানরা জমা করে ১৮০ রান।

বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৬। চার বল হাতে রেখেই এই রান টপকে যায় স্বাগতিকরা।

বাজে শুরুর পরও ডেভন কনওয়ে, জেমি নিশাম ও মিচেল স্যান্টনাররা দৃঢ়তা দেখান ব্যাট হাতে। ডেভন কনওয়ে করেন ২৯ বলে ৪১ রান। এ ছাড়া ২৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন নিশাম। ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কিউই বোলার লকি ফার্গুসন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.