জয়নাল হাজারীকে চির বিদায় জানাতে হাজারো জনতার ঢল 

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁর নিজ বাসভবন শৈল কুঠিরের পাশে মুজিব উদ্যানে চির সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৫ টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়  মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর ইচ্ছানুযায়ী ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতী ইলিয়াস হোসেন জানাজায় নামাজ পড়ান।
এর আগে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন ফেনী সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জয়নাল হাজারীর ইচ্ছানুযায়ী তার বাড়ি শৈল কুঠিরের মুজিব উদ্যানে কবরে সমাহিত করা হয়। তাঁর নামাজে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), জয়নাল হাজারীর ভাগিনা শাফায়েত হোসেন লিটু। জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের জাতীয় পর্যায় ও স্থানীয় নেতা-কর্মীসহ ফেনীর সর্বস্থরের হাজারো মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.