জেলেনস্কি চান জি-৭ নেতারা চীনের রাশ টেনে ধরুন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনে শুক্রবার ভাষণ দেওয়ার পর শনিবার জাপান গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
হিরোশিমায় শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জি-৭ জোটের সম্মেলন। জেলেনস্কি এ সম্মেলনে যোগ দেওয়ার অন্যতম কারণ ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান বন্ধ করতে জি-৭ নেতাদের অনুরোধ করা।
জেলেনস্কি চান, জি-৭ নেতারা যেন চীনের রাশ টেনে ধরেন। এতে রাশিয়ার প্রভাব কমে আসবে এবং যুদ্ধ বন্ধে রাজি হবে মস্কো।
হোয়াইট হাউস শনিবার জানিয়েছে, চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেই জি-৭ নেতারা চেষ্টা করবেন— রাশিয়াকে যুদ্ধে সমর্থন ও সহায়তা বন্ধ করতে বেইজিংকে রাজি করার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জি-৭ নেতারা এখন জাপানি শহর হিরোশিমায়। বাইডেন প্রশাসনও চাচ্ছে, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখে দ্রুত ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযান বন্ধ করতে।
যুক্তরাষ্ট্র ছাড়া জি-৭ জোটভুক্ত জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও কানাডার কাছে জেলেনস্কি রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের অনুরোধ জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.