জেলার শিবগঞ্জে ভোটারদের ছবি তোলা কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  জেলার শিবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্ধাধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস।

এ কার্যক্রমের উদ্বোধনকালে উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস বিটিসি নিউজকে জানান, জেলার শিবগঞ্জ উপজেলায় আবারো বাড়ি বাড়ি গিয়ে ভোটর তালিকা হালনাগাদের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যারা ফরম নিবন্ধন করেছেন তাদের ছবি, ফিঙ্গার প্রিন্ট ও চোখের রোটিনা কার্যক্রম শুরু হয়েছে।

যারা বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং এর আগে নিবন্ধিত হতে পারেন নি বা যাদের জন্ম তারিখ ১ জানুয়ারী ২০০৪ অথবা এর পূর্বে তারা নিবন্ধিত হতে পারবেন।

তিনি আরও জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদে গেলে যারা নিবন্ধিত হবেন তাদের জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিবন্ধিত হবার পর ছবি তোলাসহ বাকী কাযর্ক্রম নিধার্রিত কেন্দ্রে সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার থেকে প্রথম পৌর এলাকার ১ থেকে ৩নং ওয়ার্ড বাসীর ছবি তোলা কার্যক্রম চলবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.