জেলার শিবগঞ্জে এতিমদের মাঝে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এতিমদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজ সেবা অফিস ও চাইন্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এতিমদের আর্থিক চেক বিতরণ সভায় জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির।

প্রধান আলোচক ছিলেন সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, শিবগঞ্জ পৌরভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্জন কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও বিদোনপুর কলেজের সাবেক অধ্যক্ষ রুহল আমিনসহ অন্যরা।

এছাড়া এই প্রকল্পের আওতায় আগামী ২০২০ সাল পর্যন্ত উপজেলার ১’শ ২৮ জন এতিমকে প্রতিমাসে ২ হাজার টাকা করে দেয়া হবে। অনুষ্ঠানে প্রতিজনকে ১২ হাজার টাকার করে মোট ১৫ লাখ ৩৬ হাজার টাকা চেক বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.