জেলার কিরনগঞ্জ সীমান্তে মদের কারখানার সন্ধান, মাদক বিক্রেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত এলাকায় একটি মদ তৈরীর কারখানার সন্ধান পেয়ে এক মাদক বিক্রেতাকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
আটক মাদক বিক্রেতা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর চাঁদশিকারী গ্রামের হাদিসুল ইসলামের ছেলে মো. বাইরুল ইসলাম (৪০) এবং মাদক সেবনকারী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর তেলকূপী গ্রামের মৃত চান মুন্সির ছেলে উকিল (৪২)।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টি নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ১৭ আগস্ট দুপুর পৌনে ১২টার দিকে অত্র ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে কিরনগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তর, তেলকুপি এবং সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁদশিকারী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বাইরু ইসলাম এবং মাদক সেবনকারী মোঃ উকিল কে বাংলা মদ ৩.২৫০ লিটার এবং বাংলা মদ তৈরীর চুয়ানী ৭০ লিটারসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত বাংলা মদ এবং বাংলা মদ তৈরীর চুয়ানী এর আনুমানিক সিজার মূল্য- ২১ হাজার ৯৭৫ টাকা।
আটককৃত বাংলা মদ এবং বাংলা মদ তৈরীর চুয়ানীসহ আটক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.