জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
আজ বুধবার বিকেলে শহরের টাউনক্লাবে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডঃ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ রফিকুল ইসলাম টিপু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মাওঃ আব্দুল মতিন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ ময়েজ উদ্দিন, জেলা যুব দলের সাবেক সভাপতি ওবায়দুল পাঠান, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বিশ্বাসসহ অন্যরা।
জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়া-জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে বলেন, এদেশের উন্নয়নে গার্মেন্টস কারখানা, জনশক্তি রপ্তানি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। জেলা বিএনপিকে সংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবী জানান তিনি।
জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাদিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক গোলাম সারোয়ার, বিএনপি নেতা মাজেদুল ইসলাম, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক বি.এম রুবেল আহমেদসহ অন্যরা।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাবেক মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিন।
সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.