”জিরো থেকে হিরো” ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরীসহ আরও একজনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়। নুরুল আবছার চৌধুরী পালংখালীর প্যানেল চেয়ারম্যান ও বালখালী পূর্বপাড়ার মৃত নজির আহম্মদ চৌধুরীর ছেলে।

আটক অপরজনের নাম নুরুল আলম চৌধুরী (৫১)। তিনি ২ নং ওয়ার্ডের বালুখালী পুর্বপাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে ও উখিয়া কমিউনিটি পুলিশের কোষাধ্যক্ষ।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।

তিনি জানান, নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে মাদক বিক্রয়ের সংবাদে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, এককালের “জিরো হিরো” নুরুল আবছার চৌধুরী ইয়াবার সুবাদে এখন কোটি টাকার মালিক। গড়েছেন গাড়ি বাড়ি। তার নাম-বেনামে রয়েছে বিভিন্ন জায়গায় সহায়-সম্পদ ও দোকানপাট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.