জিপিইইউ সাধারণ সম্পাদক কে চাকুরীচ্যুত করার প্রতিবাদে-স্বপদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন-অবস্থান কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি: গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর প্রতিষ্ঠাতা ও ৮ বছর ধরে দ্বায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান মিয়া মাসুদকে গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর বিকেল ৫টার সময় এক ইমেইলের মাধ্যমে অন্যায় ও অনৈতিকভাবে কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করেছে।
এই চাকুরীচ্যুত করার প্রতিবাদে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন ও জিপির সাধারণ এমপ্লয়িজরা ধারাবাহিকভাবে কর্মসূচি অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায়, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি তে মিয়া মাসুদকে চাকুরীচ্যুত করার প্রতিবাদে গ্রামীণফোনের সাধারণ কর্মীরা মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে।
উক্ত মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে আপনার বহুল প্রচারিত সংবাদপত্র /চ্যানেল এর ফটোগ্রাফার /ক্যামেরা ম্যান সহ সংবাদ সংগ্রহের জন্য প্রতিনিধি প্রেরনের সবিনয় অনুরোধ করছি।
অনুষ্ঠানের বিস্তারিত নিম্নে দেয়া হলো:
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি দিন ও তারিখ: মঙ্গলবার ১০ নভেম্বর ২০২০
কখন: বিকাল ৪:০০টায়
স্থান: রবীন্দ্র সরোবর,ধানমন্ডি
আয়োজক- গ্রমীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-২২০১)
ধন্যবাদান্তে,
ফজলুল হক
ভারপ্রাপ্ত সভাপতি
গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন
জিপি হাউস, বসুন্ধরা।
অনুষ্ঠান সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে দয়াকরে যোগাযোগ করুন
মোঃ জিয়াউর রহমান
ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক
গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.