জিপিইইউ’র চাকুরীচ্যুত-কর্মীর কাজ বন্ধ করে রাখার প্রতিবাদ আলোক প্রজ্বলন কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি: গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর প্রতিষ্ঠাতা ও ৮ বছর ধরে দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান মিয়া মাসুদকে গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর বিকেল ৫টার সময় এক ইমেইলের মাধ্যমে অন্যায় ও অনৈতিকভাবে কোন কারণ ছাড়াই চাকুরিচ্যুত করেছে কারণ মিয়া মাসুদ ১৮০ জন কর্মীর চাকরির নিশ্চয়তা চেয়েছিলেন।

মিয়া মাসুদকে চাকুরীচ্যুত করা ও ১৮০ জন কর্মীর কাজ বন্ধ করে রাখার প্রতিবাদে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন ও জিপির সাধারণ এমপ্ল¬য়িরা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে।

এই প্রতিবাদ কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল ১৬ নভেম্বর ২০২০, সোমবার, সন্ধ্যা ৬.০০ টায়, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, গ্রামীণফোনের সাধারণ কর্মীরা আলোক মিছিল কর্মসূচি পালন করবে।

উক্ত আলোক প্রজ্বলন কর্মসূচিতে আপনার বহুল প্রচারিত সংবাদপত্র/চ্যানেল এর ফটোগ্রাফার/ক্যামেরা ম্যান সহ সংবাদ সংগ্রহের জন্য প্রতিনিধি প্রেরণের সবিনয় অনুরোধ করছি।

আলোর মিছিল কর্মসূচি: 
১৬ নভেম্বর ২০২০ সোমবার সময় সন্ধ্যা ৬.০০ টায়
স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
আয়োজক-গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-২২০১)

ধন্যবাদান্তে,
ফজলুল হক
ভারপ্রাপ্ত সভাপতি
গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন জিপি হাউস, বসুন্ধরা
ফোনঃ ০১৭১১৫০৪৭১৬

যোগাযোগ
মোঃ জিয়াউর রহমান
ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক
গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইউউ)
০১৭১১৫০৪৭৫৮। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.