জার্মান যুদ্ধবিমানের মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজ সোমবার (২৪ জুন) দুপুরে জার্মান যুদ্ধবিমানের মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে বিমান দুটি ছিন্নভিন্ন হয়ে যায়। তবে দুই বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

দেশটির উত্তরাঞ্চলীয় মালচো অঞ্চলের পাশের ফ্লিসেন্সি নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দেশটির জরুরি সেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় মালচো অঞ্চলের পাশের ফ্লিসেন্সি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। তবে কেন যুদ্ধবিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিমান বিধ্বস্তের পর দুই পাইলট নিরাপদে সেখান থেকে বের হতে সক্ষম হয়েছেন।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। পুরো এলাকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.