জার্মানি ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে ইউক্রেনকে

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি শনিবার ইউক্রেনকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী করতে ইউক্রেনকে প্রায় তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি। 
ইউক্রেনে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে বার্লিন যে সহায়তা দিয়ে আসছে, এর মধ্যে সবচেয়ে বড় সামরিক সহায়তা এটি।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ সামরিক সহায়তার মধ্যে অন্যান্য সমরাস্ত্রের মধ্যে রয়েছে ৩০টি অত্যাধুনিক লিওপার্ড ট্যাংক, র্যানেসান্স ড্রোন ও গোলাবারুদ।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিসটোরিয়াস বলেছেন, ইউক্রেনের এ মুহুর্তে সমরাস্ত্র কতটা জরুরি তা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং দ্রুত কিয়েভকে সহায়তার উদ্যোগ নিয়েছে বার্লিন। (সূত্র: সিএনএন)#

Comments are closed, but trackbacks and pingbacks are open.