জামায়াত-বিএনপি’র ২০ নেতাকর্মী আটক, পালিয়েছে ১১ জন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের কবরস্থান নামক স্থানে গোপন বৈঠকের সময় আজ বুধবার (৩১ মার্চ) জামায়াত বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় আরও ১১ বিএনপির নেতাকর্মী পালিয়ে গেছে।
আটককৃতদের কাছ থেকে ১৪টি ককটেল, ১টি ল্যাপটপ, তাদের নিজস্ব রিপোর্ট বই ও অন্যান্য কিছু বই জব্দ করেছে পুলিশ। বিস্ফোরক ও নাশকতার মামলায় আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সামন্তসার ইউনিয়নে কবরস্থান নামক জায়গায় স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম হাওলাদারের বাড়িতে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে। গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করে। আরও ১১ জন পালিয়ে যায়। এ ঘটনায় ৩১ জনকে আসামী করে গোসাইরহাট থানায় মামলা করেছে পুলিশ।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার মামলায় আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে জেলহাজতে পাঠানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শরীয়তপুর প্রতিনিধি মো. রেজাউল করিম (রেজা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.